৪র্থ বর্ষে পা দিল ‘নিউজ টোয়েন্টিফোর’
দেশের অন্যতম প্রধান সংবাদধর্মী টিভি চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর’ প্রতিষ্ঠার চার বছর পূর্তি হলো আজ। এ উপলক্ষে বিভিন্ন আয়োজন করেছে সংবাদভিত্তিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনটি।নিউজ টোয়েন্টিফোরের পক্ষ থেকে জানানো হয়েছে, চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বর্ষপূর্তি উৎসবের আয়োজন করা হয়েছে। ২০১৬ সালের ২৮ জুলাই চ্যানেলটির যাত্রা শুরু হয়।
তবে এর আগে ২৬ মার্চ ২০১৬ তারিখে পরীক্ষামূলকভাবে চ্যানেলটি সম্প্রচার শুরু করে।
চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছে চ্যানেলটি।