সায়েম সোবহান আনভীরকে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

দেশের ঐতিহ্যবাহী ও দেশসেরা ক্রীড়া সংগঠন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সায়েম সোবহান আনভীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নেতারা। গতকাল বুধবার দুপুরে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের সঙ্গে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নেতারা বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎ ও শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে সায়েম সোবহান আনভীর দেশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি নারীপাচার রোধ ও মাদকের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীসহ সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

পাশাপাশি ক্র্যাবের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে ক্র্যাব সদস্যদের কল্যাণে সার্বক্ষণিক পাশে থাকার কথা জানান। এ ছাড়া ক্র্যাবের কোনো সদস্য দুর্ঘটনায় আহত কিংবা মৃত্যুবরণ করলে তাঁদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।মতবিনিময়সভায় ক্র্যাবের সহসভাপতি নিত্য গোপাল তুতুর নেতৃত্বে সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, যুগ্ম সম্পাদক হাসান-উজ-জামান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র মিজান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুদ্র রাসেল, কার্যনির্বাহী সদস্য গোলাম সাত্তার রনি, এস এম মিন্টু হোসেন ও কাজী জামশেদ নাজিম উপস্থিত ছিলেন।

 

Source : কালের কণ্ঠ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *