বসুন্ধরা এমডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ দেশ বিদেশের আলেমদের
এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে আসা মসজিদের ইমাম ও মাদরাসার মুহতামিম এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি রশিদ আহমাদ, মাওলানা ইহসান উল্লাহ সন্দ্বিপী, মাওলানা সদরুদ্দিন মাকনুন, মুফতি মোহাম্মদ রুহুল আমিন, মুফতি সাখাওয়াত হোসাইন, মুফতি শরিফ হোসেন, মুফতি মেকদাদ হোসেন, হাজি মোহাম্মদ আমান উল্লাহ, আবরার আখিয়ার, মোহাম্মদ তালহা প্রমুখ।
আলোচনাকালে আল্লামা আফফান মানসুরপুরী বসুন্ধরা গ্রুপের দ্বীনি কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশের মানুষের কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত করেন। এ সময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসলামের খেদমতে তাঁর সহযোগিতা কামনা করেন।
Source: bd-pratidin.com