চিকিৎসা সহায়তাসহ সংবাদপত্র হকারদের পাশে থাকবে বসুন্ধরা

শীত, ঝড়, বৃষ্টি যা-ই থাকুক, প্রতিদিন সূর্যের আলো ফোটার আগে জনগণের হাতে পৌঁছে যায় দেশের খবর। কিন্তু প্রতিনিয়ত যারা এ কাজ করেন তাদের খবর রাখে না কেউ। অন্তরালের এই নায়কদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

দুর্ঘটনা-অসুস্থতাসহ তাদের যেকোনো বিপদে দেশের ১৫ হাজারের বেশি হকারের পাশে থাকবে বসুন্ধরা।

এ ছাড়া কোনো হকারের মৃত্যু হলে তার পরিবারকে নগদ ১ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। 

আজ বুধবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা এমডির নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এ ঘোষণা দেন।

বসুন্ধরা গ্রুপের উদ্যোগকে যুগান্তকারী বলে মন্তব্য করেন সংবাদপত্র হকার্স, এজেন্ট ও সংবাদপত্র পরিবহন সমিতির নেতারা। সভায় তাঁরা এ পেশার মানুষদের বিভিন্ন সমস্যা ও বঞ্চনার কথা তুলে ধরেন।

এ সময় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি, পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসেসিয়েশন ও বাংলাদেশ সংবাদপত্র পরিবহন সমিতির নেতাদের হাতে অনুদানের অর্থ তুলে দেন বসুন্ধরা এমডি সায়েম সোবহান আনভীর।

সংবাদপত্রের এজেন্ট এবং হকারসহ পত্রিকার সেবাকর্মীদের পাশে থাকার অঙ্গীকার করে বসুন্ধরার এমডি বলেন, চিকিৎসা সহায়তাসহ যেকোনো প্রয়োজনে সংবাদপত্রসেবী ও হকারদের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ। এ ছাড়া কোনো পত্রিকাসেবী হকারের মৃত্যু হলে ওই পরিবারকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ১ লাখ টাকা অনুদান দেওয়া হবে। যতদিন বসুন্ধরা গ্রুপ থাকবে ততদিন এই অনুদান চলবে।

হকারদের উদ্দেশে বসুন্ধরা এমডি সায়েম সোবহান আনভীর বলেন, আপনারা প্রত্যেকেই আমার পরিবারের সদস্যের মতো। হাজারো সমস্যা মোকাবেলা করে আপনারা ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই মানুষের হাতে পত্রিকা তুলে দেন। তাই যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে পাবেন আমাকেও।

এ ঘোষণা শুনে আবেগাপ্লুত রাজধানীতে পত্রিকা বিক্রি করে জীবন চালানো আব্দুস সালাম, হানিফ মিয়া, মোহাম্মদ রফিক ও আবেদ আলী। তারা বলেন, এতদিন মনে হতো হকারদের কথা কেউ ভাবে না।আজ মনে হচ্ছে তাদের জন্য কেউ একজন আছেন।

 

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, দেশের সংবাদপত্রের ইতিহাসে এর আগে কেউ এভাবে হকারদের পাশে দাঁড়ায়নি। সায়েম সোবহান আনভীরের এই ঘোষণায় আজ ১৫ হাজারেরও বেশি হকারের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক বলেন, এজেন্ট-হকারদের কাজের কোনো মূল্যায়ন নেই। দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার বা অসুস্থ হলেও হকাররা কোনো সহায়তা পান না। শুধু তাই নয়, কর্মরত অবস্থায় কোনো হকার মারা গেলেও অসহায় পরিবারটির পাশে দাঁড়ায় না কেউ। তাই বসুন্ধরা গ্রপের এই ঘোষণায় সারা দেশের হকাররা খুবই আনন্দিত। এখন নিজেদের কাজ আরো ভালোভাবে করার সাহস ও প্রেরণা পাবেন হকাররা। তারা জেনে গেছেন কোনো বিপদ হলে তার পাশে থাকবে বসুন্ধরা।

বসুন্ধরা গ্রুপের পাশে থাকার ঘোষণা দিয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিবহন সমিতির সভাপতি আক্তার হোসেন রিন্টু বলেন, হকারদের বিপদের বন্ধু হয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা যেমন হকারদের পাশে দাঁড়িয়েছে, তেমনি ভবিষ্যতে হকাররাও বসুন্ধরার পাশে থাকবে সব সময়।

মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের প্রধান সমন্বয়ক মোহাম্মদ গোলাম, সার্কুলেশন বিভাগের প্রধান বিল্লাল হোসেন মন্টু প্রমুখ।

Source: kalerkantho.com

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *