বাংলাদেশ প্রতিদিনের এক যুগে পদাপর্ণ

আগামীকাল সোমবার এক যুগে পদাপর্ণ করবে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বর্ষপূর্তি উপলক্ষে রবিবার সন্ধ্যায় অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।শুভেচ্ছা বক্তব্যে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন,  ১২ বছরে পা রাখার জন্য আমি বাংলাদেশ প্রতিদিন পরিবারের পুরো টীমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দেশের সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় এ পত্রিকাটি আরো ভালো করুক, সেই প্রত্যাশাই করছি।
কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, বাংলাদেশ প্রতিদিন কোটি কোটি মানুষের হৃদয় জয় করে আলোড়িত করেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও প্রকাশিত হচ্ছে বাংলাদেশ প্রতিদিন এটা একটা ইতিহাস। এর আগে বাংলাদেশের সংবাদপত্রের জগতে কখনোই ছিল না। আমাদের মাথার ওপরে আছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।এ ছাড়াও কর্ণেল (অব.)  ফিরোজ শাম্মী, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের, নিউজ টোয়েন্টি ফোরের হেড অব নিউজ রাহুল রাহা, বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের উপ সম্পাদক মাহমুদ হাসান,  বার্তা সম্পাদক কামাল মাহমুদ, প্রধান প্রতিবেদক মনজুরুল ইসলাম, সার্কুলেশন বিভাগের প্রধান বিল্লাল হোসেন মন্টু প্রমুখ।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার নবরাত্রী হলে দিনভর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *