বসুন্ধরা বিটুমিন ও শিং শু কনস্ট্রাকশনের চুক্তি

পায়রা বন্দর প্রকল্প, পদ্মা লিংক রোড প্রকল্প, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ বেশকিছু প্রকল্পের কাজে ব্যবহার হবে বসুন্ধরা বিটুমিন।এ লক্ষ্যে সম্প্রতি বসুন্ধরা বিটুমিন ও চীনের নির্মাণ প্রতিষ্ঠান শিং শু কনস্ট্রাকশন লিমিটেডের সঙ্গে চুক্তি সই হয়েছে। এসব প্রকল্পের কাজে চাহিদা অনুযায়ী ৬০-৭০ গ্রেডের বসুন্ধরা বিটুমিন সরবরাহ করা হবে।

বসুন্ধরা বিটুমিনের পক্ষে চুক্তিতে সই করেন এবিজি বসুন্ধরার চেয়ারম্যানের সচিব মাকসুদুর রহমান এবং চীনের শিং শু কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লিয়াং জুসেন। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা বিটুমিনের এজিএম (সেলস) সুকান্ত কুমার সাহা ও হিসাব বিভাগের শ্যামল মিয়া প্রমুখ।

Source: bonikbarta.com

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *