বসুন্ধরার ‘পকেট’-এর পৃষ্ঠপোষকতায় আইইউটিতে চলছে টেক উৎসব এসোন্যান্স-২০২৩

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি টেকনোলজিস লিমিটেডের ডিজিটাল ওয়ালেট ‘পকেট’ এর পৃষ্ঠপোষকতায় গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) চলছে টেক উৎসব এসোন্যান্স ২০২৩।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বৃহত্তর এই টেক উৎসবে পর্দা ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানুল্লাহ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ফজল ই ইলাহী। বিশেষ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মাহফুজুল ইসলাম।

দিনব্যাপী এই উৎসবে ১৩টি ইভেন্টে সারা দেশের ৬৪ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৬০ শিক্ষার্থী অংশ নিয়েছেন। প্রতিটা বিভাগ থেকে তিনজন করে বিজয়ী পাবেন পুরস্কার। এই উৎসবের আয়োজক আইইউটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিকস বিভাগ। উৎসবের মিডিয়া পার্টনার নিউজ টোয়েন্টিফোর ও কালের কণ্ঠ।

 

Source: news24bd.tv

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *