নিউজ টোয়েন্টিফোর’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৪ ঘণ্টার সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দর্শকপ্রিয় অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে এরই মধ্যে বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এ প্রতিষ্ঠানটি। চ্যানেলটির কয়েকটি অনুষ্ঠান আলোচনার ঝড় তোলে সারা দেশে।

নিউজ টোয়েন্টিফোরের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আজ শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রধান কার্যালয় ভবন প্রাঙ্গণ বর্ণিল সাজে সাজানো হয়েছে।

পাশাপাশি দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্টজনদের শুভেচ্ছায় সিক্ত হবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে জন্মদিনের কেক কাটা হবে। এরপর স্বাধীন বাংলা ফুটবল দলকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হবে।
সাধারণ মানুষের পক্ষে থাকার ঘোষণা দিয়ে সব খবর নির্ভুলভাবে সবার আগে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে ২০১৬ সালের ২৮ জুলাই যাত্রা শুরু করে নিউজ টোয়েন্টিফোর।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *