বাংলাদেশ প্রতিদিনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সকাল থেকেই ঢাকায় আকাশের মন খারাপ ছিল; ছিল ঝিরিঝিরি বৃষ্টি। কিন্তু, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ হাসতে শুরু করে।

রোববার (১৯ মার্চ) আইসিসিবির নবরাত্রি হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ মোড়ক উন্মোচন করেন তিনি। এরপর একে একে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দেশের রাজনীতিবিদ, অভিনেতা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষ।

চলচ্চিত্র অভিনেতা শাকিব খান বলেন, বাংলাদেশ প্রতিদিনকে অনেক ধন্যবাদ গত ১৪ বছর ধরে সত্যকে তুলে আনার জন্য। এটা বলতে দ্বিধা নেই, বাংলাদেশ প্রতিদিন একটা বিশাল অবস্থানে দাঁড়িয়ে আছে। দেশের মানুষ বাংলাদেশ প্রতিদিনকে ভালোবাসে। এ ভালোবাসা চলতে থাকুক শত-শত বছর ধরে এ কামনা রইল। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *