ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বসুন্ধরা বিটুমিন ব্যবহার করা হবে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যবহার করা হবে বসুন্ধরা বিটুমিন। দুটি চাইনিজ কোম্পানির সঙ্গেে এ সংক্রান্ত চুক্তি সাক্ষর করেছে এবিজি বসুন্ধরার। শনিবার চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়নে বসুন্ধরা বিটুমিন ব্যবহার করতে পারায় সন্তোষ প্রকাশ করেন ’শেনডং হাই স্পিড রোড এন্ড ব্রিজ ইন্টারনাশনাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ ও ‘সিনোহাইড্রো’।
রাজধানীর যানজট নিরসন ও শহরবাসীর যাতায়াত সহজ করতে বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত নির্মিত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটি ঢাকার উত্তর ও দক্ষিণে বিকল্প সড়ক হিসেবে কাজ করবে। প্রকল্পটি চালু হলে, চট্টগ্রাম, সিলেটসহ পূর্বাঞ্চল ও পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন ঢাকায় প্রবেশ না করে সরাসরি উত্তর-পশ্চিমাঞ্চলে প্রবেশ করবে। আবার উত্তরাঞ্চল থেকে আসা যানবাহনগুলোও ঢাকাকে পাশ কাটিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরাসরি যাতায়াত করতে পারবে। ফলে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার যানজট কমবে।
এরই মধ্যে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি হয়েছে। নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে বসুন্ধরা সিমেন্ট। যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্তের সূচনায় প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে এবারে বিটুমিন সরবরাহ করবে এবিজি বসুন্ধরা। এ নিয়ে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-১ এ বসুন্ধরা বিটুমিনের সাথে শেনডং হাই স্পিড রোড এন্ড ইন্টারন্যাশনাল ইন্জিনিয়ারিং লিমিটেড ও সিনোহাইড্রোর মধ্যে চুক্তি সাক্ষর হয়। এবিজি বসুন্ধরার চেয়ারম্যানের সচিব মাকসুদুর রহমান ও এসডিআরবি এন্ড সিনোহাইড্রোর উপ-মহাব্যবস্থাপক লিউ জিং চুক্তিতে সাক্ষর করেন। চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা বিটুমিনের এজিএম সুকান্ত কুমার সাহা, ডেপুটি ম্যানেজার এ জি এম ওবায়দুর খানসহ সিনোহাইড্রোর কর্মকর্তারা।
উল্লেখ্য, এর আগেও দেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণে ব্যবহার করা হয়েছে বসুন্ধরার বিভিন্ন নির্মান সামগ্রী। এসব সামগ্রী ব্যবহার করে বিদেশীরাও সন্তুষ্ঠ।
Source: news24bd.tv