এবার ক্যাশ ইন-আউটের সুবিধা নিয়ে আসছে ‘পকেট’
বৃহস্পতিবার (২৩ মে) এবিজি বসুন্ধরার প্রধান কার্যালয়ে এর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এসময় বসুন্ধরা গ্রুপের পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান, এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিনসহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘কে জিতবে রেপসল বাইক’ ঈদ ক্যাম্পেইনের র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয়েছেন মো. হানিফ। পরবর্তীতে যাচাই বাছাইয়ের পর বিজয়ীকে পুরস্কার বিতরণ করবে পকেট।
‘পকেট’ কর্তৃপক্ষ জানিয়েছে, পকেট ই-ওয়ালেটের রয়েছে একটি আধুনিক ও গ্রাহকবান্ধব মোবাইল অ্যাপ, যা ব্যবহার করে অথবা ইউএসএসডি কোডের মাধ্যমে গ্রাহক খুব সহজেই নিরাপদ ও দ্রুত পেমেন্ট করতে সক্ষম।
এছাড়াও মার্চেন্ট পেমেন্ট, ভেন্ডর পেমেন্ট, সেন্ড মানি, রিকোয়েস্ট মানি, মোবাইল রিচার্জ, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, স্যালারি ডিসবার্সমেন্ট, ইউটিলিটি বিল পেমেন্ট, ব্যাংক ও কার্ড থেকে অ্যাড মানি, সরকারি বিভিন্ন পেমেন্ট সহ আধুনিক জীবনধারার নানাবিধ আর্থিক লেনদেনের কাজও করা যায় ই-ওয়ালেট পকেট এর মাধ্যমে।
Source: news24bd.tv