অন্যরকম সূচনায় ৯ বছরে পা রাখল বাংলাদেশ প্রতিদিন

উৎসব-আনন্দের পরিবর্তে শোকাবহ পরিবেশে নবম বছরে পদার্পণ করল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। নেপালে বিমান ট্র্যাজেডিতে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গত রাতে বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে অন্যভাবে কর্মসূচির সূচনা করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান। এ সময় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোমবাতি প্রজ্বালন শেষে সায়েম সোবহান নবম বছরে পা রাখা বাংলাদেশ প্রতিদিন পরিবারের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দোয়া করবেন, বাংলাদেশ প্রতিদিন যেন যুগ যুগ চালিয়ে যেতে পারি। আগামীতে পত্রিকার মান আরও ভালো করার চেষ্টা অব্যাহত থাকবে।’
আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশ প্রতিদিনের যাত্রার ভূয়সী প্রশংসা করার পাশাপাশি বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে জাতীয় দৈনিক হিসেবে এ পত্রিকাকে শীর্ষে দেখতে চান।
২০১০ সালের এই দিনে দেশের সর্বাধিক প্রচারিত এ দৈনিকটির যাত্রা হয় বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায়। অন্যান্য বছর আনন্দঘন আনুষ্ঠানিকতায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হলেও এবার বিমান ট্র্যাজেডির ঘটনায় সব আনন্দ কর্মসূচি বাতিল করা হয়। রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আজ সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, র‌্যালিসহ সব আয়োজন বাতিল করে শুক্রবার এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ বাংলাদেশ প্রতিদিন পরিবাবের সব সদস্য ‘কালো ব্যাজ’ ধারণ করবেন। দুপুর ১২টার পর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। আগত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। তবে এবার বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *